‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২২ আগস্ট ২০২১

১০:১৮:৪৩ AM
1171979

পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি

একাত্তরের গণহত্যা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পাকিস্তানের আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) জড়িত থাকার কথিত অপরাধে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ শনিবার সকাল ১১টায় গুলশানস্থ পাকিস্তান দূতাবাসের সামনে এ দাবিতে মানব-বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

মানব-বন্ধন শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর প্রেরিত স্মারকলিপি গ্রহণ করেন গুলশান ডিপ্লোম্যাটিক জোনের ডিসি আশরাফুল ইসলাম।

মানব-বন্ধনে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, ‌১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং ২১ আগস্টে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা-চেষ্টায় পাকিস্তানের আইএসআই সরাসরি জড়িত ছিল। পাকিস্তান জঙ্গিবাদের মদদদাতা হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। পাকিস্তানকে অবিলম্বে বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমাদের বাবারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। ৩০ লাখ মানুষকে হত্যা এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির অপরাধে পাকিস্তান আজও পর্যন্ত বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি। একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর জিয়া-মোশতাক চক্রকে দিয়ে পাকিস্তান পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। ২০০৪ সালের ২১ আগস্টে পাকিস্তান রাষ্ট্রীয় মদদে খুনি তারেক জিয়ার মাধ্যমে জঙ্গিদের গ্রেনেড সরবরাহ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে গেলেও সেদিন ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী শহীদ হয়েছিলেন। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তির ষড়যন্ত্র এখনও চলমান। এরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তির বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলমান রেখেছে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিএনপি-জামায়াত-জঙ্গি অপশক্তিকে মদদ দেওয়ার অপরাধে পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জঙ্গিবাদের মদদদাতা পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।#

342/