‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২৯ আগস্ট ২০২১

৯:৪১:৩৫ AM
1174423

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জ, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

ভারতের হরিয়ানায় পুলিশ লাঠিচার্জ করায় আন্দোলনরত প্রতিবাদী কৃষকরা আহত হয়েছেন। এ ব্যাপারে প্রধান বিরোধীদল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই ঘটনাকে জেনারেল ডায়ারের আচরণের সঙ্গে তুলনা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’ কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।  

গতকাল (শনিবার) বিজেপিশাসিত হরিয়ানার কারনালে বস্তারা টোল প্লাজার কাছে জাতীয় সড়কে জড়ো হয়েছিলেন প্রতিবাদী কৃষকরা। ওই পথ দিয়েই এদিন বিকেলে একটি রাজনৈতিক সভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহরলাল খাট্টারের যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্য নেতার কনভয় রুখে দেওয়ার লক্ষ্যে কৃষকরা কালো পতাকা নিয়ে রাস্তায় ভিড় জমান এবং টোল প্লাজা অবরোধ করে বিজেপি-বিরোধী স্লোগান দেন। এ সময়ে কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করলে রক্তাক্ত অবস্থায় আহত হন কৃষকরা। ওই ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কৃষকরা রাজ্যের হিসার, সিরসা, ফতেহাবাদ, ভিওয়ানি, জিন্দ, রোহতক, আম্বালা, কার্নাল, পানিপথ, সোনিপথসহ সমস্ত জেলায় জাতীয় মহাসড়ক এবং টোল প্লাজা অবরোধ করেন। এরফলে কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে অবশেষে গ্রেফতার হওয়া ১৭ জন কৃষককে পুলিশ মুক্তি দেওয়ার পরে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ টোল প্লাজা থেকে অবরোধ প্রত্যাহার শুরু হয়।     

342/