‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

৯ সেপ্টেম্বর ২০২১

১০:২৯:৩৯ AM
1178327

তালেবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা : ডা. ফারুক আব্দুল্লাহ

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, তালেবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ডা. ফারুক আবদুল্লাহ বলেন, তিনি আশা করেন তালেবান সকলের প্রতি সুবিচার করবে। ফারুক বলেন, আফগানিস্তান একটি পৃথক দেশ। যারা এখন সেখানে এসেছে তাদেরকে সেই দেশ সামলাতে হবে। আমি আশা করি তারা সকলের প্রতি ন্যায়বিচার করবে এবং ইসলামী নীতির উপর একটি ভাল সরকার পরিচালনা করবে।  

ডা. ফারুক আবদুল্লাহর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি নেতা ও জম্মু-কাশ্মীরের সাবেক উপমুখ্যমন্ত্রী নির্মল সিং সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করে বলেছেন,  তালেবান জনগণের ওপর অত্যাচার করছে কিন্তু ফারুক আবদুল্লাহ তার পক্ষ নিচ্ছেন। তিনি বলেন,  আবদুল্লাহ কেবল সেসব দেশে ধর্মনিরপেক্ষতা চান যেখানে মুসলিমরা সংখ্যালঘু। কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে ইসলামী নিয়ম চান।  

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, তালেবান একটি বাস্তবতা হিসেবে বেরিয়ে আসছে এবং তাদের উচিত যে তারা প্রথমবারের মতো যে ছবি তৈরি করেছে তা মানুষের বিরুদ্ধে ছিল কিন্তু এবার তারা এসে আফগানিস্তানে শাসন করতে চায়। প্রকৃত শরীয়া যা বলে, যা আমাদের কুরআন শরীফে আছে। যা শিশু ও নারীদের অধিকার। কীভাবে শাসন করতে হবে তা আমাদের ‘মদিনা মডেল-এ রয়েছে। তাই তারা যদি সত্যিই এটি বাস্তবায়ন করতে চায়, তাহলে তারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে।   

তিনি আরও বলেন,  যদি খোদা না খাস্তা,  যদি তারা বিগত বছরগুলোর মতো তাদের নিজস্ব একটি পদ্ধতি অবলম্বন করে, তাহলে এটি শুধু সমগ্র বিশ্বের জন্যই নয়, আফগানিস্তানের মানুষের জন্যও কঠিন হয়ে উঠবে।#

342/