‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২৪ অক্টোবর ২০২১

১২:৪৮:৪৩ PM
1191716

সাম্প্রদায়িক সহিংসতা: ‘একটি গোষ্ঠী ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়’

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, না দিলেই হামলা-ডাকাতি: র‌্যাব-ইত্তেফাক
  • দেশে নির্বাচনের কোনো পরিবেশ-পরিস্থিতি নেই: মির্জা ফখরুল- প্রথম আলো
  • অপরাধী যে দলেরই হোক তার বিচার হবে: আইনমন্ত্রী–যুগান্তর
  • খুলে দেওয়া হলো স্বপ্নের পায়রা সেতু-কালের কণ্ঠ
  • একটি গোষ্ঠী ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়’-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা! সাক্ষীর অভিযোগে তোলপাড়, দাবি ওড়াল এনসিবি-আনন্দবাজার
  • ‘ভবানীপুর পথ দেখিয়েছে, এবার আপনাদের পালা, ৪-‌০ করতেই হবে’, গোসাবায় বললেন অভিষেক-আজকাল
  • আরও বিপাকে পাকিস্তান, FATF-এর ধূসর তালিকায় ইসলামাবাদের ‘বন্ধু’ রাষ্ট্রও-সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘একটি গোষ্ঠী ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়’-মানবজমিন

একটি গোষ্ঠী নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমান সরকার দেশব্যাপী একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিন্তু দেশে একটি শ্রেণী রয়েছে, তারা এই উন্নয়ন দেখে না বরং নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। এর মাঝেই কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ইচ্ছাকৃতভাবে ঘটনানো হচ্ছে সেটা আপনারা নিজেরাও টের পান। যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

দেশে নির্বাচনের কোনো পরিবেশ-পরিস্থিতি নেই: মির্জা ফখরুল-প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ-পরিস্থিতি নেই। আজ রোববার সকালে সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় বসে আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে জন্যই নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার, একটা নির্দলীয় সরকার, তার অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব। আমরা তাই আন্দোলন করছি।’

শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, না দিলেই হামলা-ডাকাতি: র‌্যাব-ইত্তেফাক

শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে রাজধানীর কয়েকটি এলাকায় চাঁদাবাজি করতো একটি চক্র। বেশিরভাগ সময় ব্যবসায়ী ও নির্মাণাধীন ভবন মালিকদের টার্গেট করে তারা চাঁদাবাজি করছিল। তাদের দাবিকৃত চাঁদা না পেলে ভুক্তভোগীদের দেওয়া হতো হুমকি। পাশাপাশি সেই প্রতিষ্ঠানে হামলা ও ডাকাতি করতো বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, তারা মোহাম্মদপুর কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য, যার সদস্য সংখ্যা ৮-১০ জন।

সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী-ইত্তেফাক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আসামিরা ধরা পড়েছে, তদন্তও চলছে। রবিবার (২৪ অক্টোবর) রাজধানীতে বিচারক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুল হক এ কথা বলেন।

ফেসবুক সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় এড়াতে পারে না, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোশ্যাল মিডিয়ার বিষয়ে তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এ ঘটনা বিস্তৃত হয়ে সারাদেশে এই পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়ার কারণে এ ঘটনা ঘটে।  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে ৬ জনকে হত্যা-কিলিং মিশনে অংশ নেয়া তিন ঘাতকসহ গ্রেপ্তার ১০-মানবজমিন

উখিয়া উপজেলার বালুখালীর ক্যাম্পে মসজিদে জড়ো করে ৬ জন শিক্ষক-শিক্ষার্থীকে গুলি ও কুপিয়ে নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছেন ৮ এপিবিএন সদস্যরা। ঘটনার পর পরই অস্ত্রসহ ১ জন ও শনিবার একাধিক অভিযান চালিয়ে আরো ৯ জনকে আটক করা হয় বলে জানা যায়। আটকদের মাঝে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন এমন স্বীকারোক্তি দিয়েছেন বলেও দাবি করেছেন ৮ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান।

‘স্যার বলেছেন, তাকে ফিনিশ করে দিতে হবে’মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, হঠাৎ একদিন মুছা এসে আমাকে বলে বাবুল আক্তার স্যারের সাথে উনার স্ত্রী মিতুর বেশি ঝামেলা হচ্ছে। স্যার বলেছেন, তাকে ফিনিশ করে দিতে হবে।

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার অন্যতম আসামি ও অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খুলে দেওয়া হলো স্বপ্নের পায়রা সেতু-কালের কণ্ঠ

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা উন্নয়ন প্রকল্পের একটি হচ্ছে পায়রা সেতু। দফায় দফায় সময় ও ব্যয় বাড়িয়ে পায়রা সেতুর নির্মাণকাজ পুরোপুরি শেষ করতে ৯ বছরের বেশি সময় লেগেছে। সেতুটি চালু করার মধ্য দিয়ে বরিশাল থেকে সড়কপথে পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে যাবে। আর পদ্মা সেতু খুলে দিলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতও হবে নিরবচ্ছিন্ন।যোগাযোগব্যবস্থার এমন উন্নতির ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে ওই অঞ্চলের মানুষ আশা করছে। আধুনিক প্রযুক্তি ও নান্দনিক নকশার পায়রা সেতু এরই মধ্যে দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আরও বিপাকে পাকিস্তান, FATF-এর ধূসর তালিকায় ইসলামাবাদের ‘বন্ধু’ রাষ্ট্রও-সংবাদ প্রতিদিন

জোড়া বিপদে পাকিস্তান। নিজেরা তো FATF-এর ধূসর তালিকা থেকে বেরতে পারেইনি, উলটে ইসলামাবাদের ঘনিষ্ঠ বন্ধুও এই তালিকার অন্তর্ভুক্ত হল। এবার এর্দোগানের তুরস্ককেও (Turkey) এবার ধূসর তালিকায় যোগ করল FATF। ইসলামিক স্টেট-সহ একাধিক জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্যের অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। এর্দোগানই পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের করে আনার চেষ্টা চালাচ্ছিলেন।

‘ভবানীপুর পথ দেখিয়েছে, এবার আপনাদের পালা, ৪-‌০ করতেই হবে’, গোসাবায় বললেন অভিষেক-আজকাল

উপনির্বাচনের প্রচারে গিয়ে ৪-‌০ করার আবেদন অভিষেকের। গোসাবায় উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘ভবানীপুর পথ দেখিয়েছে, ৩-‌০ করেছে, এবার আপনাদের পালা, ৪-‌০ করতেই হবে।’ তিনি আরও বলেন, ‘বহিরাগতদের বাংলা ছাড়া করেছে জনগণ, গোসাবায় রেকর্ড ভোটে ভূমিপুত্রকে জেতাতেই হবে। ডায়মন্ডহারবার আমাকে জিতিয়েছে, এই জেলার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। গোসাবা যাতে সর্বোচ্চ ব্যবধান দেয়।’‌পাশাপাশি এদিনের সভায় বিজেপিকে তোপ দেগে বলেন, ‘মমতা ব্যানার্জি যখন দুর্গাপুজোর প্রসারে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়। ভোটের ফল বেরিয়েছে ৬ মাস হয়ে গিয়েছে, কোনও নেতা মানুষের পাশে দাঁড়িয়েছেন? তৃণমূল কোথাও হারলেও সেখানে মানুষের জন্য কাজ করে। সব কিছু ভোটে হার-‌জিত দিয়ে হয় না।’

আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা! সাক্ষীর অভিযোগে তোলপাড়, দাবি ওড়াল এনসিবি-আনন্দবাজার পত্রিকা

শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) টাকা দিয়েছে। রবিবার এমনই বিস্ফোরক দাবি করলেন মাদক-মামলার এক সাক্ষী। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে, ঠিক সময়ে এর জবাব দেবে তারা। এনডিটিভির খবরে লেখা হয়েছে, মামলার এক সাক্ষী ১৮ কোটি রূপি ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন। এমনকি নারকোটিক ব্যুরোর এক কর্মকর্তা আট কোটি রূপি নিয়েছেন- এমন কথাও বলেছেন ওই সাক্ষী।বলা হয়েছে, গোসাবি ও ডিসুজার মধ্যে ১৮ কোটি রূপির ডিল হয়েছে এটা শুনেছেন প্রভাকর। এরমধ্যে আট কোটি রূপি নাকি ওয়াংখেড়ে নেবেন। এমনকি গোসাবির কাছ থেকে টাকাগুলো নিয়ে ডিসুজাকে পৌঁছে দিয়েছেন শীল।#