‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ নভেম্বর ২০২১

১০:৩৫:০৪ AM
1202960

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা ইরানি পররাষ্ট্র নীতির অগ্রাধিকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা তার সরকারের পররাষ্ট্র নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তুর্কমেনিস্তানে অনুষ্ঠেয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য গতকাল (শনিবার) আশকাবাদের উদ্দেশ্য দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সফরে প্রেসিডেন্ট রায়িসি একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এরইমধ্যে তিনি তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদ পৌঁছেছেন এবং তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

তেহরান বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, "এই সম্মেলনে আমাদের যোগ দেয়ার ফলে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ইকো আরো বেশি কার্যকর হয়ে উঠতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্ক শক্তিশালী হতে পারে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে পুরো অঞ্চল লাভবান হতে পারে।"

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরান সবসময় প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার নীতি অনুসরণ করে এসেছে।#

342/