‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৫ ডিসেম্বর ২০২১

১০:৩৭:৪৬ AM
1205332

উত্তর প্রদেশে শাহী ঈদগাহ মসজিদে জলাভিষেকের ঘোষণায় উত্তপ্ত পরিবেশ, নিরাপত্তা জোরদার

ভারতের উত্তর প্রদেশের মথুরায় ৬ ডিসেম্বর শাহী ইদগাহ মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে জলাভিষেক কর্মসূচির ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ, ‘পিএসি’ এবং ‘র্যা ফ’ জওয়ানদের মসজিদের আশেপাশে মোতায়েন করা হয়েছে।      

আজ (রোববার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, ৬ ডিসেম্বর (উত্তর প্রদেশের অযোধ্যায়) বাবরী মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মথুরায় চারটি হিন্দুত্ববাদী সংগঠন- অল ইন্ডিয়া হিন্দু মহাসভা, শ্রীকৃষ্ণ জন্মভূমি নির্মাণ ন্যাস, নারায়ণী সেনা এবং শ্রীকৃষ্ণ মুক্তি দল শাহী ইদগাহ মসজিদে জলাভিষেক কর্মসূচি ঘোষণা করেছে। সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রশাসনের কাছে ওই চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের অনুমতি চেয়েছে। কিন্তু প্রশাসন এসব সংগঠনকে অনুমতি দিতে অস্বীকার করেছে।    

গণমাধ্যমে প্রকাশ, মসজিদের দিকে যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্র আগে চেক করা হচ্ছে, তারপর সে অনুযায়ী তল্লাশি করা হচ্ছে। এরপরেই তাকে মসজিদের দিকে যেতে দেওয়া হচ্ছে। মথুরা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কড়া নজর রাখছে। মথুরা পুলিশের কর্মকর্তা এসএসপি সূত্রে প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট করার জন্য এ পর্যন্ত শহরের গোবিন্দনগর এবং কোতোয়ালি থানায় ৪টি পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  তিনি বলেন, আমাদের টিম সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করছে। ৬ ডিসেম্বর শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ঈদগাহ মসজিদ কমপ্লেক্সের আশপাশে যানবাহন চলাচল ব্যাহত হবে। এ জন্য ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।    

শাহী ঈদগাহ মসজিদের দিকে যাওয়ার প্রবেশপথ রক্ষার দায়িত্ব মথুরার সিও সিটিকে দেওয়া হয়েছে। ‘সিও’ অভিষেক তিওয়ারি বলেন, আমরা এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছি। ড্রোন ক্যামেরায় নজরদারি করা হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অসামাজিক উপাদান এখানে কিছু না করতে পারে। এ ছাড়াও আমরা শনিবার পুলিশ লাইনে একটি মক ড্রিল করেছি, যেখানে দাঙ্গাবিরোধী স্কোয়াডের প্রস্তুতি দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে মথুরার প্রতিটি প্রধান পয়েন্টে বাহিনী মোতায়েন করা হয়েছে। #



342/