‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

১১ ডিসেম্বর ২০২১

২:১৩:২০ PM
1207465

উত্তর প্রদেশে প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি, নয়া সরকার উপহার দেবে সমাজবাদী পার্টি : অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, 'উত্তর প্রদেশের মানুষ সমাজতন্ত্রীদের দিকে তাকিয়ে আছে। আমরা উত্তর প্রদেশের জনগণকে নয়া সরকার উপহার দিতে কাজ করব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (শনিবার) রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন যোগি আদিত্যনাথ সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন।    

অখিলেশ যাদব বলেন, ‘উত্তর প্রদেশে বিজেপি সরকার পাঁচ বছর পূর্ণ করতে চলেছে,  কিন্তু বিজেপি তাদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। কবে কৃষকদের আয় দ্বিগুণ হবে? সরকার বিজ্ঞাপনে মোটা টাকা খরচ করছে, কিন্তু রাজ্যে কত যুবকের চাকরি হয়েছে তা তাদের বলা উচিত।’ 

অখিলেশ যাদব বলেন, ‘যোগি সরকার অটল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত তার ভবন কোথায় তা জানা যায়নি। সেই বিশ্ববিদ্যালয় এখনও চলছে সমাজবাদী পার্টির সরকারের আমলে গঠিত লোহিয়া বিশ্ববিদ্যালয়ের নবম তলায়। সমাজবাদী পার্টির সরকার যুবকদের ল্যাপটপ দিয়েছে। একইসময়ে, বিজেপি সরকার হাথরাসে কন্যার উপর অত্যাচার করেছে এবং লখিমপুরে কৃষকদের উপর জিপ চালিয়ে দিয়েছে। দুই সরকারের মধ্যে কোন সরকার কতটা কাজ করেছে তার পার্থক্য স্পষ্ট।’  

অখিলেশ বলেন, আজ গোটা উত্তর প্রদেশে সারের মারাত্মক ঘাটতি রয়েছে। কৃষকরা ক্ষুব্ধ হলেও সরকার ইচ্ছাকৃতভাবে সার আমদানি করছে না। এর কারণ, তারা নির্দিষ্ট কিছু মানুষের ক্ষতি করতে চায়।

তিনি অভিযোগ করেন, উত্তর প্রদেশে এ পর্যন্ত বিজেপির যত সমাবেশ হচ্ছে, সেগুলোই সরকারী পৃষ্ঠপোষকতায় হচ্ছে। অখিলেশ যাদবের দাবি- উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে ‘যোগি সরকার’ এবার বিদায় হতে চলেছে এবং একটি ‘যোগ্য সরকার’  ক্ষমতায় আসছে।#

342/