‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৩ ডিসেম্বর ২০২১

৪:০৩:৫৪ PM
1208224

গোয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ করতে আসিনি, বিজেপির বিকল্প তৃণমূল জোট : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গোয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ করতে আসিনি, বিজেপির বিকল্প তৃণমূল জোট।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (সোমবার) গোয়ায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।  

মমতার বলেন, এখানে বিজেপি বিরোধী ভোট সমন্বিত করতে এসেছি। তিনি বলেন, অন্য কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করে না। লড়াইটা করছি আমরাই। অন্যরা কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত। কিন্তু আপনাদের কথা শুনে বিজেপির সঙ্গে আধা-বোঝাপড়া করতে পারব না। 

মমতা আজ তৃণমূল কংগ্রেস বা ‘টিএমসি’ সম্পর্কে বলেন,  ‘টিএমসি’ মানে টেম্পল,  চার্চ, মস্ক। তিনি বলেন, বাংলার পরিকল্পনা এখানে করে দেবো। দেশের মধ্যে এক নম্বর বাংলা। বেকারত্ব,  দারিদ্রতা ৪০ শতাংশ কমিয়েছে। বাংলায় বিনামূল্যে রেশন দিই। ১১ কোটি লোক সবাই পান। বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দিই। বেসরকারি হাসপাতালে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ডে। আমাদের স্কুলে পড়াশুনোয় টাকা লাগে না। কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে দিই। 

এ  প্রসঙ্গে আজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'চেষ্টা করে যাচ্ছেন। ত্রিপুরায় চেষ্টা করে দেখেছেন। এবার গোয়া। নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে দল শুরুই হয়নি। গোয়ার লোককে লোভ দেখাচ্ছেন। বাংলার লোককে ভিখারি বানিয়েছেন, গোয়ার লোককে এমনই ভাবছেন বোধহয়। করে দেখে নিন একবার কী হয়।' 

আগামী বছরে ৪০ আসন সমন্বিত গোয়া বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি মাঠে নেমেছে আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেস (টিএমসি)।#

342/