‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ ডিসেম্বর ২০২১

১:৩৪:১৭ PM
1208466

ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ। এ সময় আব্দুল্লাহিয়ান এই সংলাপের ব্যাপারে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে আন্তরিকতা প্রদর্শনের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : টেলিফোনালাপে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানির সাম্প্রতিক মস্কো সফরকে ইতিবাচক আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দু’দেশের প্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করছেন।

ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, আমেরিকা যাতে পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব মেনে চলে সেজন্য রাশিয়া শুরু থেকেই চেষ্টা চালিয়ে এসেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে কূটনৈতিক সৃষ্টিশীলতার পাশাপাশি সব পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টির লক্ষ্যে আরো বেশি ধৈর্য ধরার কোনো বিকল্প নেই।

ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান। গত সপ্তাহে এ সংক্রান্ত সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে বাকেরি-কানি দু’দিন আগে মস্কো সফর করেন। ভিয়েনা সংলাপে বাকেরি-কানি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।#

342/