‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ ডিসেম্বর ২০২১

১:১৪:০৬ PM
1208845

‘পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি মঙ্গলবার রাতে ভিয়েনায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। বাকেরি-কানি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সকল আন্তর্জাতিক আইন এবং পরমাণু সমঝোতা পরিপন্থি।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের পাশাপাশি পাঁচ জাতিগোষ্ঠী এবং আমেরিকার নয়া প্রশাসন একথা একবাক্যে স্বীকার করছে যে, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বেআইনি কাজ করেছে। এ কারণে নয়া মার্কিন প্রশাসন সে ভুল সংশোধন করতে চায়।

ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে ভিয়েনায় আলোচনা চলছে এবং গত কয়েকদিনে মতপার্থক্য দূর করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইল ভিয়েনা সংলাপকে বানচাল করে দেয়ার লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান বাকের-কানি। তা সত্ত্বেও প্রতিপক্ষ যদি পরমাণু সমঝোতায় দেয়া সকল প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের পূর্ণ সদিচ্ছা প্রদর্শন করে তাহলে দ্রুততম সময়ের মধ্যে একটি সফল চুক্তি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।#

342/