‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৭ ডিসেম্বর ২০২১

৩:৫৬:৫৬ PM
1209461

‘ভিয়েনা সংলাপে প্রস্তুতি ছাড়াই যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভিয়েনা সংলাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ সময় ভিয়েনা সংলাপে ইরানের অবস্থানকে সমর্থন করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, ভিয়েনায় ইতিবাচক গতিতে আলোচনা চলছে, তবে পশ্চিমা দেশগুলো কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে।কারণ, আমাদের পক্ষ থেকে সমস্যা সমাধানের লক্ষ্যে খসড়া প্রস্তাবনা  দেয়া হলেও ইউরোপীয় দেশগুলো সেরকম কিছু দিতে ব্যর্থ হয়েছে।

আমেরিকাসহ কিছু পশ্চিমা দেশ বেইজিং-এ অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক বর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেইজিং-এর শীতকালীন অলিম্পিকে ইরান পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবে। তিনি ওই অলিম্পিকের সার্বিক সাফল্য কামনা করেন।

টেলিফোনালাপে ইরানের সঙ্গে চীনের সম্পর্ককে ‘কৌশলগত’ আখ্যায়িত করে ওয়াং ই বলেন, তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে চায় বেইজিং।#

342/