‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ ডিসেম্বর ২০২১

১:৪১:০৬ PM
1210840

মারা গেছেন ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত

ইয়েমেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু ইন্তেকাল করেছেন। তিনি ইয়েমেনে থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং জটিল পরিস্থিতির মুখে চিকিৎসার জন্য তিনি গত রোববার দেশে ফিরে আসেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (মঙ্গলবার) জানিয়েছেন, করোনাভাইরাসের নানা রকম জটিলতা নিয়ে ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান ইরলু আজ ভোরে ইন্তেকাল করেছেন। খাতিবজাদে বলেন, খুব খারাপ অবস্থায় পৌঁছানোর পর হাসান ইরলুকে ইরানে স্থানান্তর করা হয় এবং এ ব্যাপারে কয়েকটি দেশের বিশেষ করে সৌদি আরবের অসহযোগিতার কথা উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৮০ থেকে ’৮৮ সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তাতে হাসান ইরলু অংশ নিয়েছিলেন এবং সাদ্দাম বাহিনীর রাসায়নিক হামলার শিকার হন।

কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে করানোভাইরাসে আক্রান্ত হন।

ইয়েমেনের ওপর সৌদি জোটের অবরোধ থাকার কারণে ইরানে ফিরে আসাটা সহজ ছিল না। এক্ষেত্রে হাসান ইরলুকে দেশে আনার জন্য সৌদি আরবের বাধা ছিল। ফলে মারাত্মক অবস্থা তৈরি হওয়ার পরও ইরানের ফিরতে দেরি হয়েছে।

গত শুক্রবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানি রাষ্ট্রদূতের দেহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো চিহ্ন দেখা যায় নি বরং সানার সঙ্গে তেহরানের সম্পর্ক খারাপ হওয়ার কারণে তিনি দেশে ফিরতে চান। তেহরান এই দাবিকে জোরালো ভাষায় প্রত্যাখ্যান করে বলেছে, আগের যেকোন সময়ের চেয়ে ইয়েমেনের সঙ্গে ইরানের সম্পর্ক এখন মজবুত। তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম আদ-দাইলামিও ওয়াল স্ট্রিট জার্নালের ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেন।

হাসান ইরলু ২০২০ সালের নভেম্বরে ইয়েমেনে নিজের কূটনৈতিক মিশন শুরু করেন। ইয়েমেনের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ইয়েমেনে যান। এর এক মাসের মাথায় আমেরিকা তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।#

342/