‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ ডিসেম্বর ২০২১

১:৪২:১০ PM
1210841

'ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সহযোগিতা খুবই কম'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব নয়; কাজেই বিশ্ব সমাজের উচিত আফগান জনগণের জীবন ও জীবিকার প্রতি বিশেষভাবে মনযোগী হওয়া।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি সোমবার তেহরানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। এ সময় গ্রান্ডি আফগান শরণার্থীদেরকে জাতিসংঘ যেসব সেবা দিয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

ইরানে বসবাসরত লাখ লাখ আফগান শরণার্থীর সঙ্গে ইরানি জনগণের মতো আচরণ করা হয় বলে উল্লেখ করে আব্দুল্লাহিয়ান এ সময় বলেন, পাঁচ লাখ ২০ হাজার বিদেশি শিশুকে ইরানের স্কুল ও কলেজগুলোতে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ দেয়া হয়েছে যাদের বেশিরভাগই আফগান শরণার্থী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য সহযোগিতাকে অপ্রতুল উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর দিকে বিশেষ করে ইরান অভিমুখে আফগান শরণার্থীদের ঢল নেমেছে এবং সে তুলনায় জাতিসংঘের সহযোগিতা অত্যন্ত কম। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে এই খাতে আরো বেশি বরাদ্দ দিতে হবে।

সাক্ষাতে আফগান শরণার্থীদের মানবিক সেবা দেয়ার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। তিনি বলেন, আফগান জনগণের জন্য সাহায্য তুলতে জাতিসংঘের পক্ষ থেকে সম্মেলন আহ্বানের যে দাবি ইরান জানিয়েছে তা যুক্তিযুক্ত এবং তিনি এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবেন।#

342/