‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২২ ডিসেম্বর ২০২১

১:৪৫:১৮ PM
1211217

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি, আহত ৩০

হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সমাবেশের আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারির নেতাকর্মীরা। কিন্তু বেলা ২টার দিকে সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এসময় লাঠিচার্জ ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

উল্লেখ্য, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মাসখানেক ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বুধবার ৩২ জেলায় সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে । এ সব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিবসহ নেতারা অংশ নিচ্ছেন। #

342/