‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৫ ডিসেম্বর ২০২১

৪:২৮:০৫ PM
1212200

তৃণমূল নেতার মুখে বিজেপির জয়ের ভবিষ্যদ্বাণীতে রাজনৈতিক মহলে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা মুকুল রায় রাজ্যে আসন্ন পৌর নির্বাচনে বিজেপি’র বিপুল জয়ের ভবিষ্যদ্বাণী করায় রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল (শুক্রবার) মুকুল রায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ প্রসঙ্গে আজ (শনিবার) সাবেক বিধায়ক ও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সাফাই দিয়ে বলেন, ‘দল বাবার অবস্থা সবটা জানে।’ তিনি বলেন, ‘বাবার শরীরটা একদমই ভাল নেই। মায়ের চলে যাওয়া, আমার অসুস্থতা, বাবার নিজের কোভিড আর সবচেয়ে যেটা মারাত্মক, সেটা হল কুড়ি বছর ধরে বাবার সুগার।’ এরফলে মুকুল রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে বীজপুরের সাবেক বিধায়ক শুভ্রাংশু রায় মনে করছেন।  

তিনি বলেন, ‘বাবা আচমকা সব ভুলে যাচ্ছেন। দিন, মাস, বছর সব ভুলে যাচ্ছেন। বারবার বলে দিতে হচ্ছে আজ কী কর্মসূচি। নিজে থেকে কোনও আগ্রহ দেখাচ্ছেন না। বলে দিলে কিছু করছেন। এদিকে, মুকুল রায়ের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, ‘মুকুল রায় যে বক্তব্য রেখেছেন, তৃণমূল কংগ্রেস তার সঙ্গে একমত নয়। তার ওই বক্তব্যকে আমরা কোনও অনুমোদন দিই না। বিভিন্ন জায়গায় গিয়ে যে অসংলগ্ন কথা বলছেন, তাতে আমাদের মনে হয়েছে তিনি শারিরীকভাবে সুস্থ নন। ভারসাম্যহীনভাবে কথা বলছেন। তিনি দলীয় কোনও পদাধিকারী নন। তার শারীরিক সুস্থতা কামনা করি।’  তৃণমূল কংগ্রেসে তার কথার কোনও গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।    

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি আজ শনিবার বলেন, ‘যেভাবে তাঁকে অসম্মান করা হয়েছে, আমার মনে হয় শেষ জীবনে এটা উনার পক্ষে ঠিক নয়। উনারও শেখা উচিত, শেষ জীবনে এত কষ্ট পাওয়া, এত অপমানিত হওয়া আমার মনে হয় যারা এ ধরণের রাজনীতি করে তাঁদের সাবধান হওয়া উচিত।’ মুকুল রায়ের শারীরিক অবস্থা আগে থেকেই ঠিক ছিল না বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।# 

342/