‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৮ ডিসেম্বর ২০২১

২:৪৭:১৫ PM
1213271

ভারতের মজবুত ভিত্তিকে দুর্বল করা হচ্ছে : সোনিয়া গান্ধি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, গণতন্ত্র ও সংবিধানকে উপেক্ষা করে স্বৈরাচার চালানো হচ্ছে। এমন সময়ে কংগ্রেস চুপ করে থাকতে পারে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কংগ্রেসের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।

সোনিয়া গান্ধি বলেন, দেশের সাধারণ মানুষ অসুরক্ষিত ও ভয়ভীতি অনুভব করছে। তিনি বলেন, ‘কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, একটি আন্দোলনের নামও। আমরা সকলেই জানি যে কোন পরিস্থিতিতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও দলের নেতারা লড়াই করেছিলেন। তিনি বলেন, অনেকে কারাগারে কঠোর নির্যাতনের মুখোমুখি হয়েছেন এবং অনেকে তাদের জীবন উৎসর্গ করেছেন। তারপর একসময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।’   

সোনিয়া গান্ধি আরও বলেন, স্বাধীনতার পর আমরা যে ভারত পেয়েছি তা ভাবা যায় না। আমাদের নেতারা বিচক্ষণতার সাথে ভারত গড়ার ভিত্তি স্থাপন করেছিলেন। যার উপর ভিত্তি করে আমরা একটি শক্তিশালী ভারত গড়ে তুলেছি। এমন একটি ভারত যেখানে সমস্ত দেশবাসীর অধিকার এবং স্বার্থের যত্ন নেওয়া হয়েছিল। কিন্তু যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি তারা এর মূল্য বুঝতে পারবে না। আজ ভারতের সেই মজবুত ভিত্তিকে দুর্বল করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইতিহাস নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমাদের গঙ্গা-যমুনা সংস্কৃতিকে (সম্প্রীতি) নির্মূল করার চেষ্টা চলছে। দেশের সাধারণ নাগরিক নিরাপত্তাহীন ও আতঙ্কিত। গণতন্ত্র ও সংবিধানকে পাশ কাটিয়ে স্বৈরাচার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস চুপ থাকতে পারে না।’  

‘কংগ্রেস কাউকে দেশের ঐতিহ্য নষ্ট করতে দেবে না। সাধারণ জনগণের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় দেশবিরোধী, অসামাজিক, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা  সর্বাত্মক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করব’ বলেও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি মন্তব্য করেন।#

342/