‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৪ জানুয়ারী ২০২২

৫:৪২:৩৬ PM
1215583

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) পুলিশের এক কর্মকর্তা সংঘর্ষে ২ সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার ওকে গ্রামকে ঘেরাও করে এবং সেখানে একটি তল্লাশি অভিযান চালায়। এ সময়ে সেখানে সংঘর্ষ শুরু হলে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। 

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, নিহত উভয় সন্ত্রাসীই স্থানীয় বাসিন্দা এবং তারা লস্কর-ই-তাইয়্যেবা বা টিআরএফের সাথে যুক্ত ছিল। এরআগেও তারা অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তিনি মন্তব্য করেন।   

হিন্দি গণমাধ্যম ‘নবভারত টাইমস’ সূত্রে প্রকাশ- আজ (মঙ্গলবার) সকালে কুলগামের ওকে গ্রামে গেরিলারা লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনা এবং আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’ এলাকাটি ঘিরে ফেলে। এবং গ্রামের ভিতরে লুকিয়ে থাকা গেরিলাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু গেরিলারা ওই আবেদনে সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ শুরু করে। এরপর নিরাপত্তা  বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করলে দু’জন নিহত হয়। নিহত গেরিলাদের অন্য সহযোগীরা এলাকায় লুকিয়ে আছে কি না সেজন্য সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।   

সম্প্রতি প্রায় প্রত্যেকদিনই কাশ্মীর উপত্যকায়, নিরাপত্তা বাহিনীর দ্বারা পরিচালিত তল্লাশি অভিযানে গেরিলাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। গত ৩ জানুয়ারি শ্রীনগরে দু’টি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন গেরিলার মৃত্যু হয়েছিল। #

342/