‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩১ জানুয়ারী ২০২২

২:৪২:৩৩ PM
1224537

বিএনপি রাজনীতি থেকে ছিটকে পড়ছে: ওবায়দুল কাদের; আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারর সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) ওবায়দুল কাদের সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এর আগে রোববার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মন্তব্য করেছেন, আওয়ামী লীগে গণতন্ত্র নেই। এ দল যাঁরা প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের বাদ দিয়ে পরবর্তী সময়ে যাঁরা নেতৃত্বে এসেছিলেন তাঁদের অন্তরে ও আচরণে গণতন্ত্র ছিল না। তাই ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে অতি দ্রুত গণতন্ত্রকে হত্যার পথে ধাবিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটি শুধু একটি ভূখণ্ডের জন্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য এবং সমাজকে গণতান্ত্রিক করার জন্য। জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। 

বিএনপি মহাসচীবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে। বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার অংশীদার বানিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদেরকে দেশ বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে, তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশে-বিদেশে অর্থ বিনিয়োগ করছে বলে জানান ওবায়দুল কাদের। এ বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলেও জানান তিনি।

এদিকে  সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ  মন্তব্য করেছেন বিএনপিকে ‘না রোগে’ পেয়েছে। সে কারণে তারা সরকারের যেকোনো উদ্যোগকেই ‘না’ বলছ।  

আজ সোমবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন কমিশন সংলাপ নিয়েও তারা (বিএনপি নেতারা) রাষ্ট্রপতির সঙ্গে বসেননি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। এভাবে তারা না না করতে করতে নাই হয়ে যাবে।

এ সময় বিএনপি নেতা তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গতকাল তিনি অনলাইনে তার দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেছেন। এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অথচ তার কোন সংবাদ গণমাধ্যমে প্রকাশ না করতে নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। দেশের গণমাধ্যমগুলোকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ সময় ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, ‘তারা একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।’#

342/