‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩ ফেব্রুয়ারী ২০২২

৫:০৫:১১ PM
1225484

পূর্ব ইউরোপে ৩,০০০ সেনা পাঠানোর নির্দেশ দিলেন বাইডেন

রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- এই অজুহাত তুলে এবার আমেরিকা ইউরোপে নিজের সেনাসংখ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ‘রাশিয়ার হাতে ইউক্রেন আক্রান্ত হওয়ার আশঙ্কায়’ চলতি সপ্তাহে ইউরোপে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সিদ্ধান্ত অনুযায়ী, নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগ ঘাঁটি থেকে প্রায় দুই হাজার সেনাকে পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো হবে এবং জার্মানিতে আগে থেকে মোতায়েন এক হাজার মার্কিন সেনাকে রুমানিয়ায় স্থানান্তর করা হবে। 

ইউক্রেন সীমান্তে বর্তমানে প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েন থাকলেও রাশিয়া বার বার বলে এসেছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই। তবে ওই এক লাখ সেনাকে অজুহাত করে আমেরিকাসহ ন্যাটো জোট পূর্ব ইউরোপে নিজেদের শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। 

এদিকে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে ‘ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রোশকো বলেছেন, আমেরিকার এই ধ্বংসাত্মক পদক্ষেপের ফলে উত্তেজনা বাড়বে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসবে।# 

342/