‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৭ ফেব্রুয়ারী ২০২২

৯:৩৪:০৩ AM
1226823

ক‌রোনা সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি নিম্নমুখী বলার ম‌তো সময় এখনও হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশে গত কয়েকদিনে ক‌রোনা সংক্রমণ কিছুটা কমেছে। তবে সার্বিকভা‌বে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী বলার ম‌তো সময় এখনও হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল বলেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের হার কিছুটা কমে‌ছে। ত‌বে এটা আস‌লেই নিম্নমুখী প্রবণতা কি-না, সেটা বলার সময় এখনও আসেনি। সংক্রমণ কমলেও এতে  আমা‌দের আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। ‌বরং আমা‌দের আরও বেশি দায়িত্ববান হ‌তে হ‌বে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হ‌বে। নাক মুখ ঢেকে মাস্ক পর‌তে হ‌বে।

তি‌নি বলেন, বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে; আমরা সবার প্রতি আবেদন রে‌খে বল‌তে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে সবাইকে  স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি বইমেলা শুরু হবে। সেখা‌নে যেহেতু বিপুল লোক সমাগম হবে, স্টলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন; তাদের কাছে অনুরোধ থাকবে, যাদের প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয়টির এসএমএস এসেছে, তারা যেন যথাসময়ে সে টিকাটি  নিয়ে নেন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। আগের দিন শনিবার শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ৪, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।#

342/