‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৪ ফেব্রুয়ারী ২০২২

১০:৫৩:৫৫ AM
1229413

আমার আশঙ্কা, তারা মুসলিমদের সমস্ত চিহ্ন শেষ করতে চায় : মেহেবুবা মুফতি

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, হিজাব ইস্যুতেই বিজেপি থেমে থাকবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তারা মুসলিমদের অন্যান্য নিদর্শন ধ্বংস করার চেষ্টা করবে। ভারতীয় মুসলিমদের জন্য শুধুমাত্র ভারতীয় হওয়াই যথেষ্ট নয়,  বরং তাদের বিজেপিরও অন্তর্ভুক্ত হতে হবে। হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা ডটকম’ সূত্রে প্রকাশ গতকাল (রোববার) তিনি ওই মন্তব্য করেছেন।    

শ্রীনগরে পিডিপি প্রধান নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস প্রসঙ্গে বলেন, আমরা সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত রিপোর্টে বিস্মিত নই। বিজেপির এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিলিমিটেশন কমিশন করা হয়েছে। সংবিধানের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, সবকিছু  তছনছ করে রেখেছে। বিজেপির নির্বাচনী এলাকাকে শক্তিশালী করার চেষ্টা তাদের।   মেহেবুবা মুফতি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনী এলাকা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে অনেক জায়গায় আমরা আমাদের ভোট দিই বা না দিই তাতে কোনো পার্থক্য হবে না।

তিনি বলেন, বিজেপি শুধু জম্মু-কাশ্মীরের মধ্যেই নয়, গোটা দেশেই গডসের এজেন্ডা চালাচ্ছে। গডসের এজেন্ডায় মুসলিম ও হিন্দুদের আলাদা করা হচ্ছে। নিজেদের দলকে সশক্ত ও শক্তিশালী করা হচ্ছে। এটা কখনোই স্বীকার করা হবে না

অন্যদিকে, ‘হিজাব’ বিতর্ক ইস্যুতে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, কিছু চরমপন্থি ধর্মকে আক্রমণ করে নির্বাচনে জয়ী হতে চায়। ফারুক আব্দুল্লাহ বলেন, প্রত্যেকেরই তাদের ইচ্ছামত পরার এবং খাওয়ার অধিকার রয়েছে এবং তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুশীলন করতে স্বাধীন। কিছু কট্টরপন্থী উপাদান আছে যারা সাম্প্রদায়িক লাইনে মানুষকে বিভক্ত করে নির্বাচনে জয়ী হওয়ার প্রয়াসে ধর্মের উপরে আক্রমণ করছে।      

এ দিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ‘হিজাব’ বিতর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমাকে দু’টি বিষয়ে কথা বলতে হবে- ধর্মীয় অনুভূতিকে সম্মান করা এবং ভারতীয় সংবিধানকে সর্বোচ্চ রাখা। দেশের প্রত্যেকটি নাগরিকের এই দু’টি বিষয়েই খেয়াল রাখা উচিত। বিষয়টি বিচারাধীন এবং সেজন্য ওই ইস্যুতে এতটুকু বলাই আমার পক্ষে যথেষ্ট বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। #

342/