‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৬ ফেব্রুয়ারী ২০২২

৮:০৭:৪৫ AM
1230033

সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন প্রক্রিয়া: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশের আগামী নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় নাখোশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ‘ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটি যে নাম পেয়েছে, তাতে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে বলেও তিনি আশা করেন।

আজ (মঙ্গলবার) দুপুরে সিলেট সার্কিট হাউসে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, “বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক। তবে যারা নাম দিয়েছেন, তাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে। কারণ, সরকার চায় দেশে-বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন।“

একটি নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। সার্চ কমিটি মোট ৩৯টি নিবন্ধিত দলের কাছে চিঠি দিয়ে নামের প্রস্তাব চাইলেও প্রধান বিরোধী দল  বিএনপিসহ ১৫টি দল কোন নাম দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আজ (মঙ্গলবার) সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যদিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

এদিকে, আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর চেষ্টায় লিপ্ত। 

রিজভী বলেন, বিগত ১০ বছর ধরে দু’জন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে। একজন হচ্ছে রকিবুল হুদা ২০১৪ সালে ১৫৩ জনকে  বিনা ভোটে  এমপি বানিয়েছে, আরেকজন নুরুল হুদা দেখিয়ে দিয়েছে কীভাবে দিনের ভোট রাতে করতে হয়।

বিদায়ী নির্বাচন কমিশন প্রসঙ্গে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু এক বিবৃতিতে বলেছেন- দিনের ভোট রাতে সম্পন্ন করা, সহিংসতা, নির্বাচনী আইন লঙ্ঘনসহ অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সব ধরণের অপকর্ম নুরুল হুদার নেতৃত্বে হয়েছে। তারই মত একজন প্রধান নির্বাচন কমিশনারের কারণে বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান ক্ষুন্ন হয়েছে।

আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নতুন কমিশন গঠন না হওয়া পর্যন্ত সময়ের শূন্যতায় কোনো আইনি জটিলতা দেখা দেবে না। সে হিসাবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময়ই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দিতে পারবে। সেই তালিকা থেকেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন।#

342/