‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৯ ফেব্রুয়ারী ২০২২

১১:৪০:১৯ AM
1231205

কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, প্রতিবাদে ইস্তফা দিলেন প্রভাষক

ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্কের জেরে পদত্যাগ করলেন চান্দিনি নামে এক ইংরেজি প্রভাষক। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, কর্ণাটকের জৈন পিইউ কলেজের ইংরেজির ওই প্রভাষক বলেছেন, হিজাব ছাড়া পড়াতে তার ভালো লাগছে না। তিনি বলেন, হিজাব খুলে পড়াতে তার আত্মসম্মানে আঘাত লাগে এবং তিনি তা খুলে পড়ানোটা ঠিক মনে করছেন না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চান্দিনি বলেন, প্রায় তিন বছর কলেজে কাজ করলেও এই প্রথমবার তাকে হিজাব খুলতে বলা হয়েছে।      

তিনি বলেন, ‘আমি গত তিন বছর ধরে জৈন পিইউ কলেজে কর্মরত ছিলাম। আমি এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি কিন্তু গতকাল প্রিন্সিপাল বলেছেন, আমি পড়াতে গিয়ে হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরতে পারি না। এই নয়া সিদ্ধান্তে, আমার আত্মমর্যাদায় আঘাত লেগেছে, তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

হিজাব বিতর্কের বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বর্তমানে, স্কুলে হিজাবসহ কোনও ধরণের ধর্মীয় পোশাক বা বস্ত্র পরার অনুমতি নেই।

আজ আদালতে শুনানির সময়ে কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘আমাদের প্রথম পর্যালোচনা, হিজাব নিষিদ্ধের বিষয়টি শিক্ষা সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত, ইসলাম ধর্মে হিজাবের ব্যবহার যে অপরিহার্য, এমনটা নয়। তৃতীয়ত, হিজাব পরার অধিকারের বিষয়টি সংবিধানের ১৯(১) অনুচ্ছেদ দিয়ে ব্যাখ্যা করা যায়।’   

বর্তমানে, হিজাব বিতর্কের পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ওই সময়ের মধ্যে কোনও ধর্না-বিক্ষোভ প্রদর্শনের কোনও অনুমতি নেই।

হিজাব বিতর্কের সূত্রপাত হয় কর্ণাটকের উডুপির একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এরপর হিজাবের সমর্থন ও বিরোধিতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। পাঁচ রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।  বর্তমানে উডুপির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন সেখানে সব স্কুল-কলেজ খুলেছে। মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজ যেখান থেকে গোটা বিতর্কের সূত্রপাত হয়েছিল তা গত ১০ দিন ধরে বন্ধ ছিল। এখন পরীক্ষার জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উডুপির অতিরিক্ত এসপি এসটি সিদ্দলিঙ্গপ্পা ওই তথ্য জানিয়েছেন। #

342/