‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২২ ফেব্রুয়ারী ২০২২

৮:২৩:৫০ AM
1232178

নির্বাচনে ‘বাবা মুখ্যমন্ত্রী’ উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন : অখিলেশ যাদব

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে বলেছেন, নির্বাচনে ‘বাবা মুখ্যমন্ত্রী’ উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : হিন্দি গণমাধ্যম ‘হিন্দুস্তান’ সূত্রে প্রকাশ, অখিলেশ যাদব আজ রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, ‘১০ মার্চ নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্যে সমাজবাদী পার্টির সরকার গঠন হতে চলেছে এবং ‘বাবা মুখ্যমন্ত্রী’ উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন। বিজেপি রাজ্য থেকে নির্মূল হতে চলেছে। উত্তর প্রদেশের কৃষকরা তাদের ক্ষমা করবে না। আমরা নির্বাচনের প্রথম দুই দফায় সেঞ্চুরি করেছি এবং তৃতীয় দফাতেও সমাজবাদী পার্টির জোট সবার চেয়ে এগিয়ে থাকবে। মানুষ বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং এবারের নির্বাচন উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন। বিজেপি চিন্তিত যে জনসাধারণ তাদের উপর ক্ষুব্ধ, সেজন্য তাদের ভাষা এবং আচরণ পরিবর্তন হয়ে গেছে।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উত্তর প্রদেশে এক নির্বাচনী সমাবেশে সাবেক সমাজবাদী সরকারের সমালোচনা করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,  ‘যারা তখন  আপনাদের ঘর অন্ধকারে রেখেছিল, কেবল নিজেদের ঘর আলোকিত করেছিল, আজ তারাই আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মনে রাখবেন, আপনাদের গ্রামগুলো তাদের সময়ে দিনে কত ঘন্টা বিদ্যুৎ পেতো? সপ্তাহে কত ঘন্টা বিদ্যুৎ পেত? আমার মনে আছে উত্তর প্রদেশে বিদ্যুৎ এলে একসময় খবর হয়ে যেত। বিদ্যুত চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। যেমন বছরে কোনো এক বাড়িতে অতিথি আসত, তেমনি এখানেও বিদ্যুত অতিথি হয়ে আসত।’ প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে জনসাধারণের জন্য যেসব কর্মসূচি রূপায়ন করা হয়েছে আজ সেসব উল্লেখ করেন।#

342/