‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৪ ফেব্রুয়ারী ২০২২

৮:০৮:২২ AM
1232877

ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামীকাল (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বৈঠক বাতিল করার সিদ্ধান্তে এই আশঙ্কা জোরালো হলো যে, কূটনৈতিক উপায়ে ইউক্রেনের চলমান সংকট সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। পাশাপাশি দু পক্ষের মধ্যে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা জোরদার হলো।

গতকাল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলনের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিলের কথার কথা জানান অ্যান্টনি ব্লিংকেন। এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া, সেখানে শান্তি রক্ষার জন্য তিনি সেনা পাঠানোর কথা ঘোষণা করেন।

এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকালের সংবাদ সম্মেলনে বলেন, "আমরা মনে করি রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে এবং তারা এক কূটনীতিকে প্রত্যাখ্যান করেছে। ফলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এখন বৈঠকের কোনো অর্থ হয় না।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আমেরিকা এখনো কূটনৈতিক প্রচেষ্টার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যদি কিনা রাশিয়া তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়। একইসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হওয়া ঠেকানোর জন্য তিনি সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে হামলা চালানো হবে না এমন শর্তে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছিলেন। এখন ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করার আগে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন বলেও জানান।

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের দনবাস এলাকাকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার সময় যে বক্তব্য দিয়েছেন তাকে খুবই বিব্রতকর বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।#



342/