‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩ মার্চ ২০২২

৮:৩৯:৫৯ AM
1235341

এই প্রস্তাব শান্তির পথে বাধা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরোধিতা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলছে, জাতিসংঘের এই উদ্যোগ ইরানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইরানের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আরবের এই আগ্রাসন মোকাবেলা করে দেশকে রক্ষার চেষ্টা করছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাব শান্তির পথে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে

এর আগের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেয়।

যখন সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ পুরো সামরিক শক্তি নিয়ে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে তখন তাদের হামলা মোকাবেলা করতে আনসারুল্লাহ আন্দোলনের জন্য ন্যূনতম সুযোগও রাখে নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যেখানে সৌদি আরব ও তার মিত্রদেরকে এই যুদ্ধের জন্য প্রকাশ্যে অস্ত্র ও প্রযুক্তি দিচ্ছে সেখানে অনেক আগেই ইয়েমেনের হুথি আন্দোলনের বিরুদ্ধে বিশ্ব সংস্থাটি অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এবার তার মেয়াদ বাড়ানো হলো#


342/