‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৭ মার্চ ২০২২

৪:১৮:০৮ PM
1236990

ইরানের পরমাণু চুক্তি ও ইউক্রেন ইস্যুতে মতবিনিময় করেছেন ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রী : মস্কো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভারোভ ইরানের পরমাণু চুক্তি ও ইউক্রেন ইস্যুতে মতবিনিয়ম করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ‘সার্গেই লাভারোভ’ টেলিফোনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ানের সাথে ইরানের পরমাণু চুক্তি ও ইউক্রেন ইস্যুতে মতবিনিময় করেছেন।

লাভারোভ এ ফোনালাপে পরমাণু চুক্তির গুরুত্বের কথা উল্লেখ করে বলেন: চুক্তি এমন হতে হবে যেন সর্ব ক্ষেত্রে সহযোগিতার জন্য সকল পক্ষের সমান অধিকার সংরক্ষিত থাকে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল সিবিএস চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: ‘রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বা ভবিষ্যতে আরোপ করা হবে তার সাথে ইরানের পরমাণু চুক্তি এবং এতে ফিরে আসার কোন সম্পর্ক নেই। দু’টি ইস্যুই আলাদা এবং কোন অবস্থাতেই এ দু’টির পরস্পরের সাথে সম্পৃক্ত নয়’।

এখানে মূল বিষয়টি হল চুক্তিতে ফিরে আসা। এ বিষয়টি স্পষ্ট যে, ঐ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘটনা বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভুলগুলোর একটি। পরমাণু চুক্তির মাধ্যমে ইরানের সমস্ত পরমাণু কর্মসূচীকে বাক্সবন্দী করা গেলেও চুক্তি থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে সেই বাক্স থেকে তা পূনরায় বের করে আনা হয়েছে। (ফার্সনিউজ)#176