‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৩ মার্চ ২০২২

২:০৯:০৫ PM
1238815

ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান

পাকিস্তানের ভেতরে ‘দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র’ ছোঁড়া নিয়ে ভারত সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় পাকিস্তান। পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ভারত অতিশয় সাধারণ ব্যাখ্যা দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :ভারত জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত করছে। তবে এই তদন্ত যথেষ্ট নয় বলে শনিবার জানিয়ে দিয়েছে পাকিস্তান। তারা বলছে, যৌথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

গত ৯ মার্চ ভারত থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গিয়ে আঘাত করে। এ জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই দুঃখ প্রকাশ আর অভ্যন্তরীণভাবে তদন্তের বিষয়ে খুশি হতে পারে নি পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ব্যুরো যে বিবৃতি দিয়েছে তা আমলে নিয়েছে পাকিস্তান।

এতে ভারত দাবি করেছে, ভারতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র গত ৯ মার্চ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে আঘাত করেছে। এ জন্য তারা দুঃখ প্রকাশ করে এবং উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারি’র কথা বলেছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারমাণবিকীকরণ পরিবেশের মধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে ভূমিকা রাখতে হবে। পাক মন্ত্রণালয় বলেছে, যেহেতু ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানি ভূখণ্ডে পড়েছে তাই ভারতের অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত যথেষ্ট নয়।

পাকিস্তান বলছে, এক্ষেত্রে কী কী পদক্ষেপ নেয়া হয়েছিল অবশ্যই তার ব্যাখ্যা পেতে হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা রোধে কী কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল তা জানাতে হবে। ভারতকে অবশ্যই পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে হবে, কোন ধরণের এবং কী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনী অভিযোগ করে যে, সিরসা থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ওই ক্ষেপণাস্ত্রটির রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আঘাত করার কথা ছিল। কিন্তু তা আরও ১০০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মিয়া চান্নুতে আঘাত হানে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তা দুর্ঘটনাবশত পাকিস্তানে গিয়ে আঘাত করে।#



342/