‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৫ মার্চ ২০২২

৯:৪১:৩৫ AM
1239294

হোসাইনি দালানে বোমা হামলা: ২ জনের কারাদণ্ড ৬ জন খালাস

২০১৫ সালে ঢাকার ঐতিহ্যবাহী হোসাইনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শোক র‌্যালীর প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনার মামলার রায় ঘোষণা আজ ঘোষিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঐতিহাসিক হোসাইনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শোক র‌্যালীর প্রস্তুতিকালে ধর্মান্ধ সন্ত্রাসীদের বোমা হামলা মামলার রায় ঘোষণা করেছেন ঢাকার এক আদালত। ২০১৫ সালের ২৪ অক্টোবর চালানো ঐ বোমা হামলায় দু’জন নিহত ও ১১৫ জন আহত হয়।

ঐ রায়ে ৮ আসামির মধ্যে মোহাম্মদ আরমানকে ১০ বছর এবং কবির হোসাইনকে ৭ বছর কারাদণ্ড এবংঅপর ৬ আসামি রুবেল ইসলাম, আবু সাঈদ, ওমর ফারুক, চাঁন মিয়া, শাহজালাল মিয়া এবং আহসান উল্লাহ মাহমুদ খালাস পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে, আদালত মামলার ৩১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

২০১৭ সালের ৩১ মে ৮ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

এ ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের এপ্রিল মাসে ১০ জেএমবি সদস্যকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার ২ আসামি মাসুদ রানা সুমন এবং জাহিদ হাসান রানা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঢাকার এক কিশোর আদালতে তাদের বিচার চলছে।

এই হামলার ঘটনায় আসামি কবির, আরমান এবং জাহিদ জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছিলেন।

 

মামলার রায়ে বিশিষ্ট শিয়া ব্যক্তিত্বের প্রতিক্রিয়া

এদিকে, মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম জনাব ইব্রাহিম খলিল রাজাভি।

এ বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন: ‘গত ২০১৫ সালের ৯ই মহররম রাতে ঢাকার হোসাইনী দালান প্রাঙ্গনে ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ভয়াবহ বোমা হামলার রায় আজ ঘোষিত হয়েছে। রায় ঘোষণকারী আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি যে, এ জঘন্যতম অপরাধের সর্বোচ্চ শাস্তি আমি আশা করেছিলাম যাতে ভবিষ্যতে যেকোন গোষ্ঠী এ ধরণের ন্যাক্কারজনক হামলা করার সাহস না করে’।#176