‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৮ মার্চ ২০২২

১:০৩:২২ PM
1242707

আফগানিস্তানে বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ

আফগানিস্তানে বিবিসি’র ফার্সি, পাশতু ও উজবেক ভাষায় অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিবিসি’র প্রেস অফিস জানিয়েছে, আফগানিস্তানের স্থানীয় চ্যানেলের মাধ্যমে বিবিসির ফার্সি, পাশতু ও উজবেকি ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

বিবিসি’র ঐ প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান বিবিসিকে জানিয়েছে আফগানিস্তানের স্থানীয় চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানসূচী সম্প্রচার করতে পারবে না তারা।

বিগত কয়েক বছর ধরে বিবিসি’র কিছু কিছু অনুষ্ঠান আফগানিস্তানের স্থানীয় চ্যানেলের সহযোগিতায় সম্প্রচারিত হয়ে আসছে। ‘আরিয়ানা নিউজ’ টিভি চ্যানেল বিবিসি ফার্সি’র ‘৬০ মিনিট’ নিউজ বুলেটিনসহ অন্যান্য অনুষ্ঠান পূণঃপ্রচার করত। একইভাবে ‘শেমশাদ’ ও ‘আরযু’ টিভি চ্যানেল দু’টি বিবিসি পাশতু ও উজবেকি ভাষার কিছু কিছু অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করত।

বিবিসি’র ভাষ্যানুযায়ী, আফগানিস্তানে তাদের অনুষ্ঠানামালা সম্প্রচার কি কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সে বিষয়ে কোন কারণ উল্লেখ করেনি তালেবান।#176