‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১ মে ২০২২

৬:০৭:৪৯ PM
1253780

'ঈদ-উল ফিতরের উৎসবকে কেন্দ্র করে কোনো প্রকার জঙ্গি হামলার আশঙ্কা নেই'

এবারের ঈদ-উল ফিতরের উৎসবকে কেন্দ্র করে কোনো প্রকার জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ। জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে আইন-শৃংখলা বাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।

ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে। জাতীয় ঈদগাহে পোশাকে ও সাদাপোশাকে পর্যাপ্ত র‍্যাব  সদস্য টহলে থাকবেন; পাশাপাশি র‍্যাবের  স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। জাতীয় ঈদগাহ ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট দিয়ে নিরাপত্তা সুইপিং করা হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

র‍্যাব  মহাপরিচালক  আরো জানান, ঈদকে কেন্দ্র করে ভার্চ্যুয়াল জগতে কোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

র‍্যাবের  মহাপরিচালক বলেন, ‘সড়ক ও নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন করাসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড রোধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে র‍্যাব। অতিরিক্ত যাত্রীবোঝাই বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট আছে কি না, তা যাচাই করা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেকোনো নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে র‍্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপি’র সতর্কতা

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন,ঈদের জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। তাছাড়া, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি–ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০টি থানায় ৫০০ টিম কাজ করবে। মহানগর এলাকায় রাতে আড়াই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

আজ রোববার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘অপরাধীদের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয়, সে জন্য আমাদের চেকপোস্ট থাকবে। ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে। ইতোমধ্যে গত এক মাসে পাঁচ শতাধিক তালিকাভুক্ত চোর–ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘এত বড় একটি শহরে দু-একটি ঘটনা ঘটবে; এগুলো প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি মানুষের দায়িত্ব রয়েছে। আপনার জীবন ও সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার।এরপর আসে রাষ্ট্রের কাছে। রেললাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোনো বুদ্ধির কাজ নয়। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বলে থাকি, সেগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে তার জীবন ও সম্পদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। যে যেখানেই যান, আপনার মূল্যবান সম্পদের হেফাজত নিজ থেকে করবেন।’

জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ঈদের জামাতে আগত মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে “না” করছি আমরা। এ ছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে ঢুকতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে তা–ও তল্লাশি করা হবে।’ কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকায় ছোট–বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব কটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহানগর পুলিশ কমিশনার।#

342/