‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৫ মে ২০২২

২:২৪:১০ PM
1254804

নিউমার্কেটে সংঘর্ষ: আরও তিনজন গ্রেপ্তার

গত মাসে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে পার্শবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে,  শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি বলছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন হত্যায় জড়িত। অপর দুজন সংঘর্ষের সূত্রপাতকারী।

এই পাঁচজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে ঢাকা কলেজের একাধিক সূত্র জানিয়েছে। গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দুটি খাবারের দোকানে মুল্য পরিশোধ নিয়ে ঢাকা কলেজের ছাত্র লীগের দুই কর্মীর বিতণ্ডা থেকে ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে পরদিন ১৯ এপ্রিল দিনভর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ চলে। সংঘর্ষে দু’জন নিহত এবং অর্ধশত ব্যক্তি আহত হন।

এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে দুটি হত্যা মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ। হত্যার ঘটনায় ইতিমধ্যে ঢাকা কলেজের পাঁচজন ছাত্রকে  গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে ডিবি। এই পাঁচজনই সংঘর্ষের সময় তাঁরা ধারালো অস্ত্র নিয়ে সামনের সারিতে ছিলেন।#

342/