‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : PARSTODAY
মঙ্গলবার

১১ অক্টোবর ২০২২

৪:৩৯:০৫ PM
1312664

দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার অঙ্গীকার বাইডেনের, পাল্টা হুমকি রাশিয়ার

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে মস্কোর নেই তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইসুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে।

রিয়াবকভ বলেন, “আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবে।” রুশ মন্ত্রী বলেন, পশ্চিমাদের এ ধরনের তৎপরতার পর্যাপ্ত জবাব দেয়া হবে।


342/