‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৬ অক্টোবর ২০২২

৫:২৪:০৫ PM
1317443

পশ্চিমা অস্ত্রের পরীক্ষার সুযোগ করে দিয়েছে ইউক্রেন যুদ্ধ: প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার সাথে তার দেশের চলমান যুদ্ধ পশ্চিমা দেশগুলোর অস্ত্র পরীক্ষার ভালো সুযোগ করে দিয়েছে। তারা এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের কোন অস্ত্র সবচেয়ে ভালো তা তারা পরীক্ষা করে নিতে পারছে।

অ্যালেক্সি রেজেনিকভ ব্যাখ্যা করে বলেন, 'ইউক্রেনে আমাদের কাছে রয়েছে যুদ্ধাস্ত্র পরীক্ষা করার ক্ষেত্র। আমরা এই মুহূর্তে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ৮ রকমের ১৫৫ মিলিমিটারের আর্টিলারি সিস্টেম ব্যবহার করছি যার মাধ্যমে শ্রেষ্ঠ ব্যবস্থাটিকে বেছে নেয়া সহজ হবে।

গতকাল মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রেজনিকভ। এর আগে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ইউক্রেনের কথা উল্লেখ করেছিলেন দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী ভ্লাদিমির গ্যাব্রিলব। তিনি জানিয়েছিলেন, আমেরিকার অনেক ঠিকাদার কোম্পানি ইউক্রেনে অস্ত্র পরীক্ষা করছে।

পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে রেজনিকভ বলেন, তার দেশ ন্যাটো ভুক্ত দেশগুলোর কাছ থেকে সামরিক সহযোগিতা প্রত্যাশা করে এবং এই সহযোগিতা যেন কয়েক বছর ধরে অব্যাহত থাকে।#

342/