‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২ নভেম্বর ২০২২

৮:১২:০১ PM
1319758

আর্মেনিয়ায় গ্যাস সরবরাহ দ্বিগুণ করবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আর্মেনিয়ায় গ্যাসের সরবরাহ দ্বিগুণ করবে। গতকাল (মঙ্গলবার) দু'দেশের মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি নবায়ন করার পর এই ঘোষণা দিয়েছেন ইরানের জ্বালানি উপমন্ত্রী মাজিদ চেগেনি।

ইরান এবং আর্মেনিয়ার মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি নবায়ন করা হয়েছে এবং এই চুক্তি অনুসারে ২০৩১ সালের প্রথম দিক পর্যন্ত ইরান প্রতিবেশী আর্মেনিয়ায় গ্যাস সরবরাহ করবে। গতকাল আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল ইরান সফর করে এবং এ সফরের সময় গ্যাস চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

ইরানের জ্বালানি উপমন্ত্রী জানান, নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন আর্মেনিয়ায় ২০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। ইরানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা ইরনা সংস্থা জানিয়েছে, গ্যাসের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় আর্মেনিয়া থেকে ইরানে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হতে পারে।

ইরান নিজেই মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বড় বিদ্যুৎ রপ্তানিকারক দেশ তবে দেশের উত্তরাঞ্চলের প্রয়োজন বিবেচনা করে আর্মেনিয়া থেকে কিছু বিদ্যুৎ আমদানি করা হয়।#

342/