‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩ নভেম্বর ২০২২

৮:০৪:০৩ PM
1320038

নিরাপত্তা পরিষদে তদন্তের বিরুদ্ধে আমেরিকা ফ্রান্স ব্রিটেনের ভোট

ইউক্রেনের অভ্যন্তরে আমেরিকা সামরিক জীবাণু কার্যক্রম চালাচ্ছে বলে রাশিয়ার তোলা অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনা হয়েছিল তাতে ভেটো দিয়েছে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন। ফলে সম্ভাব্য তদন্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল।

রাশিয়া অনেকদিন আগে থেকেই বলে আসছে- ইউক্রেনের ভেতরে আমেরিকার বায়োল্যাব রয়েছে এবং সেখানে ওয়াশিংটন জীবাণু অস্ত্র বানানোর কার্যক্রম পরিচালনা করে।

গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। চীন রাশিয়ার এই প্রস্তাবের প্রতি সমর্থন দেয় তবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স এর বিরুদ্ধে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের অন্য দশটি দেশ ভোটদানে বিরত ছিল।

রাশিয়া বলছে, আমেরিকা এবং ইউক্রেন ১৯৭২ সালের ইন্টারন্যাশনাল কনভেনশন লঙ্ঘন করে বায়োল্যাব পরিচালনা করছে। অথচ ‘৭২ সালের ওই কনভেনশনে সব ধরনের জীবাণু অস্ত্র তৈরি, উৎপাদন এবং মজুদ রাখা নিষিদ্ধ করা হয়েছে।

মস্কো বলছে, ইউক্রেনেবেশ কয়েকটি বায়ো ল্যাবরেটরি র তৎপর রয়েছে এবং তারা গোপনে সামরিক জীবাণু অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করছে। তবে আমেরিকা এবং ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে আসছে।#

342/