‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৩ নভেম্বর ২০২২

৩:২৭:৫২ PM
1322789

মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরাত: গোয়েন্দা রিপোর্ট

মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে জানানো হয়েছে, রাজনীতিতে হস্তক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরাত। রিপোর্টে বলা হয়েছে, গভীরভাবে মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাপকভাবে বদলে দেয়ার চেষ্টা করেছে আবু ধাবি।

রিপোর্টে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত বৈধ এবং অবৈধভাবে উপায়ে আমেরিকার পররাষ্ট্রনীতিকে রাজতান্ত্রিক আরব দেশের পক্ষে নেয়ার চেষ্টা করেছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টটি দেখেছেন এমন তিন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন উপায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন মার্কিন সরকারের কাছ থেকে নানা সুবিধা নেয়ার চেষ্টা করেছে। আমিরাত সরকার ২০১৬ সাল থেকে এ পর্যন্ত লোবিং করার জন্য ১৫ কোটি ৪০ লাখ ডলার খরচ করেছে। পাশাপাশি আরব দেশটির স্বার্থ রক্ষার জন্য আরো বহু অর্থ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানকে দিয়েছে যাতে এসব প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের পক্ষে কাজ করে।

রিপোর্ট সম্পর্কে আমেরিকার একজন কংগ্রেসম্যান বলেছেন, আমেরিকার গণতন্ত্রকে প্রভাবিত করতে বৈদেশিক অর্থ কিভাবে কাজ করছে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার মধ্যদিয়ে সে কথা পরিষ্কার হয়।#

342/