‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ ডিসেম্বর ২০২২

৩:২৪:১৭ PM
1328228

কুর্দিস্তানে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে তাদেরকে হস্তান্তরের আহ্বান জানাল ইরান

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আস্তানা গুঁড়িয়ে দিয়ে এসব সন্ত্রাসীকে ইরানের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ‘হামজা সাইয়্যেদুশ শুহাদা’ ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ তাকি ওসানলু এ খবর জানিয়ে বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

জেনারেল ওসানলু লেবাননের আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, আমরা কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের তালিকা, তাদের অবস্থানস্থল ইত্যাদি বিষয়ে সেখানকার আধা-স্বায়ত্বশাসিত প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি এবং তাদেরকে তেহরানের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ইরাকের কুর্দিস্তান প্রশাসন যথাশীঘ্র সম্ভব ‘ওয়ান্টেড সন্ত্রাসীদের’ ইরানের কাছে হস্তান্তর করলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে।

জেনারেল ওসানলু এমন সময় এ আহ্বান জানালেন যখন গত কয়েক মাসে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে কয়েকবার ক্ষেপণাস্ত্র ও  ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরকম হামলা সর্বশেষ চালানো হয় গত ১৪ নভেম্বর। 

ইরান বলছে, ইরাকের কুর্দিস্তান এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের বিপ্লব-বিরোধী তৎপরতার কারণে ইরানে সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতা শুরু হয়। এসব গোষ্ঠী নিরাপত্তাহীনতা সৃষ্টি করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে ইরানে সমরাস্ত্র চোরাচালানের সঙ্গেও জড়িত।

জেনারের ওসানলু বলেন, কূটনৈতিক উপায়ে কুর্দিস্তান পরিস্থিতি স্বাভাবিক  করার জন্য এ পর্যন্ত ইরাকি কর্মকর্তাদের সঙ্গে ২৩ বার আলোচনা করেছে ইরান। তেহরান তার সীমান্ত এলাকাগুলো থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিতে বদ্ধপরিকর বলেও জানান আইআরজিসির এই সিনিয়র কমান্ডার।# 

342/