‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৫ ডিসেম্বর ২০২২

৩:৫৭:২০ PM
1328851

কোনোরকম চাপ কিংবা হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান: কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকার কর্মকর্তারা জানেন যে ইরান চাপ ও হুমকির মুখে আলোচনা করতে কিংবা কোনোরকম ছাড় দিতে রাজি নয়।

নাসের কানয়ানি সাফি আরও বলেন: পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান সুস্পষ্ট। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। জনাব কানয়ানি ইরানের ব্যাপারে মার্কিনীদের বিচিত্র অবস্থান সম্পর্কে বলেন: আমেরিকা আলোচনাকে অগ্রাধিকার দেয় না, তাদের টার্গেট ভিন্ন। পরমাণু বিষয়ক আলোচনার ক্ষেত্রে আমেরিকার আচরণগত বৈশিষ্ট্যের সঙ্গে পশ্চিমা সদস্যদেশগুলোর কথায়-কাজে অমিল রয়েছে। বিশেষ করে পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকা দ্বৈতনীতি অনুসরণ করছে।

পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন সরকারের সততার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রতিশ্রুতি মেনে চলার অভাবের কারণে সমঝোতায় অচলাবস্থা তৈরি হয়েছে এবং ইরানও ওই চুক্তির অর্থনৈতিক সুবিধাগুলোকে কাজে লাগানোর পথে বাধার সম্মুখিন হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক বহু জটিল সমস্যার বহুপক্ষীয় সমাধানকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমেরিকার দায়িত্ব-জ্ঞানহীন এইসব অপকর্মের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন নাসের কানয়ানি।

ইরানি এই কূটনীতিক বলেন: ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছে এবং  প্রতিশ্রুতিগুলো মেনে চলেছে। পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী সরকার হলো আমেরিকা। একইসঙ্গে তিনি বলেন পরমাণু সমঝোতার ইউরোপীয় পক্ষগুলোও প্রতিশ্রুতি রক্ষা করে নি। তারা আমেরিকাকেও একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হঠকারি সিদ্ধান্ত থেকে সরাতে পারে নি। এতোসব সত্ত্বেও ইরান আলোচনা প্রক্রিয়া  মেনে চলছে বলে জনাব কানয়ানি উল্লেখ করেন।#

342/