‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৭ ডিসেম্বর ২০২২

৬:৩৮:৫৮ PM
1329353

ইরানের প্রেস টিভির সম্প্রচার বন্ধ করলো ইউটেলস্যাট কোম্পানি

ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করলো ইউটেলস্যাট স্যাটেলাইট। ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অজুহাতে ফরাসি ওই স্যাটেলাইট কোম্পানিটি এরকম সিদ্ধান্ত নিলো।

ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ পর ইউটেলস্যাট কোম্পানি ইরানের ইংলিশ নিউজ চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিলো।

গণতন্ত্রের প্রতি সমর্থন দেওয়ার অজুহাত দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পাশাপাশি এবার প্রেস টিভিকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এলো।

আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলোর চাপের মুখে পড়েছে। ভিত্তিহীন নানা অজুহাতে বহুবার তারা প্রেস টিভির ওপর চাপ সৃষ্টি করেছে। ইউটেল-স্যাটসহ স্যাটেলাইট কোম্পানিগুলোর এসব পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতি ও গণমাধ্যমের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী বলে জানায় আল-আলম।

এদিকে, গত সপ্তায় আমেরিকাও ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার প্রধান এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানসহ কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে।#


342/