‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২০ ডিসেম্বর ২০২২

৭:৫৪:৩৮ PM
1332484

‘এফআইআর’ থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু'!

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এফআইআর থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার বিস্তারিত তথ্য আজ (মঙ্গলবার) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান। সেই প্রসঙ্গে আজ বিজেপি বিধায়ক শুভেন্দুকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,  ‘শুভেন্দু অধিকারী ওই তালিকায় সিবিআইয়ের ওই ‘এফআইআর’টা রেখেছেন তো! যাতে অমিত শাহের সিবিআই, দিল্লির সিবিআই নারদ দুর্নীতির তোলাবাজিতে শুভেন্দুর নামে এফআইআর করে রেখেছিল, যেটা থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে গেছেন! যে এফআইআরের তালিকা দিয়েছেন,  তার মধ্যে সিবিআইয়ের এফআইআরটা আছে?  ওটা তো সবার আগে দিয়ে বলবে,  আমি তো এসে গেছি বিজেপিতে, আমাকে বাঁচান-বাঁচান। শুধু বাংলার এফআইআর দিচ্ছেন কেন?  দিল্লির সিবিআই-এর এফআইআরটা কোথায় গেল? আসলে ওটা থেকেই বাঁচতে যাচ্ছেন উনি।’  

আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শেষে সেখান থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,  বাংলায় তার নামে দায়ের হওয়া বিভিন্ন মামলার বিশদ তথ্যসহ আট পাতার পুস্তিকা নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। অমিত শাহের হাতে ওই পুস্তিকা তুলে দিয়ে বলেছেন, ভুয়ো মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ এবং আইপিএস কর্মকর্তারা আসলে তৃণমূলের হয়ে কাজ করছে। তার কাজে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘আমি ওকে তথ্য দিয়ে জানিয়েছি, বাংলায় এক শ্রেণীর ‘আইপিএস’ অফিসার, পুলিশ অফিসার, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর নির্দেশে আমার স্বাভাবিক রাজনৈতিক, গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে। প্রচুর মিথ্যা মামলা দিচ্ছে। আপাতত কোলকাতা হাইকোর্টের  রক্ষাকবচ পেয়েছি’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। #

342/