‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ ডিসেম্বর ২০২২

৭:০৭:০৭ PM
1333192

‘পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির জন্য জানালা চিরদিন খোলা থাকবে না’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য সুযোগের জানালা চিরদিন খোলা থাকবে না।

গতকাল (শুক্রবার) শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আমির আব্দুল্লাহিয়ান একথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে যে সংলাপ চলছে তার সর্বশেষ অবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে তিনি আলোচনা করেছেন। জর্ডানের রাজধানী আম্মানে একটি আঞ্চলিক সম্মেলনের অবকাশে গত ২০ ডিসেম্বর তাদের মধ্যে এই আলোচনা হয়।

টুইটার পোস্টে আমির আব্দুল্লাহিয়ান বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ইরানের পক্ষ থেকে নতুন চুক্তির জন্য দরজা খোলা, কিন্তু এটি চিরদিন খোলা থাকবে না। গতকালের টুইটার পোস্টে আমির আব্দুল্লাহিয়ান কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান।#

342/