‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ ডিসেম্বর ২০২২

৭:০৮:০৫ PM
1333194

ইরানের নারীরা নব্য জাহিলিয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে: তেহরানের খতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার কারণে নারীদের মর্যাদা ও পরিচিতি বিলিনের প্রক্রিয়া থেমে গেছে।

বিপ্লবের আগে স্বৈরাচারী শাহ সরকার রাষ্ট্রীয়ভাবে নারীদের সম্মান ও মর্যাদা ধ্বংসের কর্মসূচি বাস্তবায়ন করছিল বলে তিনি জানান।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইরানি নারীরা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)'র আদর্শ অনুসরণের মাধ্যমে নারী ও পরিবার ইস্যুতে নব্য জাহিলিয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে।

আমেরিকা ও ব্রিটেনের মতো সরকারগুলো সব সময় অন্য দেশগুলোতে অস্থিরতা, নৈরাজ্য ও সংঘাত সৃষ্টির চেষ্টা চালায় বলে মন্তব্য করেন তেহরানের জুমা নামাজের এই খতিব।#       

342/