‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৭ ডিসেম্বর ২০২২

৬:৫১:৩৯ PM
1333774

দেশের স্বার্থে আঘাতকারীদের ক্ষমা করা হবে না: প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সাম্প্রতিক দাঙ্গায় যারা শত্রুদের প্রতারণার শিকার হয়ে নৈরাজ্যে অংশ নিয়েছেন তাদেরকে ছাড় দেয়া হবে। কিন্তু যারা বুঝেশুনে দেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত হেনেছে তাদের প্রতি কোনো রকম দয়া দেখানো হবে না।

রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আজ ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধে নিহত প্রায় ৪০০ শহীদের দেহাবশেষ দাফন করা হয়। এ উপলক্ষে তেহরানে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রায়িসি ওই মন্তব্য করেন। 

তিনি বলেন, যারা প্রতারিত হয়েছেন তাদেরকে ক্ষমা করা হবে কিন্তু যারা ধ্বংসাত্মক তৎপরতা চালিয়েছে তাদেরকে কোনো অবস্থায় ক্ষমা করা হবে না। 

প্রেসিডেন্ট রায়িসি বলেন, দাম্ভিক দাম্ভিক গোষ্ঠীগুলো ভুয়া স্লোগান ও স্বাধীনতার কথা বলার মাধ্যমে ইরানের জনগণকে প্রতারিত করেছে। কিন্তু এসব গোষ্ঠী ইরানি জনগণকে দুর্দশা ও অবমাননা ছাড়া আর কিছু দিতে পারেনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক দাঙ্গা ছিল বিদেশি মদদপুষ্ট ভাড়াটে লোক, ভণ্ড এবং দাম্ভিক শক্তিগুলোর মতো কয়েকটি ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। #


342/