‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৭ ডিসেম্বর ২০২২

৬:৫২:০৭ PM
1333775

বাগদাদে ইরান-সৌদি আলোচনা আবারও শুরু হতে পারে: তেহরান

সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল দূর করতে শিগগিরই রিয়াদের সঙ্গে তেহরান আবার আলোচনা বসতে পারে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

তিনি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, “সৌদি আরবের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আশার কথা হচ্ছে, দু’দেশই গঠনমূলক ও ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার দিকে তাকিয়ে আছে।”

তিনি বলেন, এর আগে ইরাকের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে বাগদাদে পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে আলোচনার ধারাবাহিকতায় বাগদাদে নুতন করে আলোচনা শুরু হতে পারে বলে আভাস দেন কানয়ানি। তিনি বলেন, ইরাক সরকার এর আগের বৈঠকগুলোর আয়োজনে ভালো প্রচেষ্টা চালিয়েছিল। বাগদাদের ওপর তেহরান ও রিয়াদ উভয়ের আস্থা রয়েছে এবং ইরাক সরকার নতুন করে আলোচনা শুরু করার যে অনুকূল পরিবেশ তৈরি করেছে তাকে স্বাগত জানানো হচ্ছে। 

সম্প্রতি জর্দানের রাজধানী আম্মানে একটি আঞ্চলিক সম্মেলনের অবকাশে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন নাসের কানয়ানি। তিনি বলেন, ওই সাক্ষাৎ প্রমাণ করে দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা এগিয়ে নিতে চায় তেহরান ও রিয়াদ।

এর আগে গতকাল ইরাকের দু’জন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে আল-আরাবি আল-জাদিদ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আস-সুদানি ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা আবার শুরু করার ব্যবস্থা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনকে নির্দেশ দিয়েছেন। #

342/