‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৭ ডিসেম্বর ২০২২

৬:৫২:৫৩ PM
1333776

মরক্কোর ৩০ শহরে ইসরাইল-বিরোধী গণ-বিক্ষোভের বার্তা ও রহস্য

সম্প্রতি মরক্কোর প্রায় ত্রিশটি শহরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত গণ-শোভাযাত্রায় অংশ নিয়েছেন দেশটির সর্বস্তরের জনগণ।

ইসরাইলের সঙ্গে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই গণ-প্রতিবাদের আয়োজন করে স্থানীয় নানা দল ও গ্রুপ নিয়ে গঠিত একটি সংগ্রামী জোট। রাজধানী রাবাত ছাড়াও কাসাব্লাংকা, অজুদা, মিকনিস, তাঞ্জিয়ার, লারাছি, খেমিসেত, আগাদির ও খুউরিবগা শহরে অনুষ্ঠিত এইসব গণ-মিছিল দখলদার ও বর্ণবাদী অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের প্রতি আরব ও মুসলিম বিশ্বের জনগণের ঘৃণাকে আরও একবার তুলে ধরল। 

রাজধানী রাবাতে প্রতিবাদী জনগণ সংসদ ভবনের সামনে সমবেত হয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়ে শ্লোগান দেন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে সংগ্রামী এই জাতির ন্যায্য অধিকারের প্রতি তাদের একাত্মতার কথা ঘোষণা করেন এবং তাদের অনেকেই বহন করছিলেন  নানা প্ল্যাকার্ড। এসবের একটিতে আরবিতে লেখা ছিল : সম্পর্ক স্বাভাবিককরণ হচ্ছে বিশ্বাসঘাতকতা। অন্য একটি প্ল্যাকার্ডে লেখা ছিল : সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি বাতিল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তাদের অনেকেই ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করেন।  

জন-বিচ্ছিন্ন কয়েকটি আরব সরকার মার্কিন চাপের মুখে প্রায় দুই বছর আগে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এসব সরকারের মধ্যে রয়েছে রাজতান্ত্রিক আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো সরকার এবং সুদান। মরক্কোর রাজা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয়ায় আলজেরিয়া এই সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর মালিকানা বা সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দেয় ট্রাম্পের নেতৃত্বাধীন তৎকালীন মার্কিন সরকার। 

উল্লেখ্য আরব আমিরাত, সুদান ও বাহরাইনের জনগণও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আসরেও বিশ্বের নানা অঞ্চলের বিশেষ করে আরব বিশ্বের দর্শক ও জনগণ নানা ঘটনায় ইসরাইলের প্রতি তাদের চরম ঘৃণা প্রকাশ করেছেন। নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ চাপিয়ে দিতে অভ্যস্ত ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম কেবলাসহ আরব বিশ্বের এক বিশাল অঞ্চল দখল করে রেখেছে। তারা দিনকে দিন ফিলিস্তিনিদের জমি দখল করে ও তাদের ঘরবাড়ি ধ্বংস করে দখলদারিত্বকে পাকাপোক্ত করতে চায়। কিন্তু আরব ও মুসলিম বিশ্বসহ বিশ্বের মুক্তিকামী জনগণের কাছে ইসরাইল চিরকালই ঘৃণ্য হয়ে থাকবে। # 

342/