‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৮ ডিসেম্বর ২০২২

৫:৫১:৪০ PM
1334104

সৌদি আরবের সঙ্গে নতুন পর্বের সংঘাত সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর অন্যতম সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, সৌদি আরবের সঙ্গে ভবিষ্যতে ইয়েমেনের যেকোনো নতুন সংঘাত হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের।

এ সময় তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, ইয়েমেনের হুথি যোদ্ধা এবং সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও বিমান সক্ষমতা আরো উন্নত করেছে।

মোহাম্মদ আল বুখাইতি আশ্বস্ত করেন, তার দেশের যোদ্ধারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা উন্নত করেছে। ভবিষ্যতে যদি সংঘর্ষ বাধে তাহলে সৌদি আরব এর প্রমাণ পাবে।

ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষ মোকাবেলার জন্য ইয়েমেন তার সামরিক বাহিনীর সমস্ত শক্তি ও উপায় সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহার করবে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বোখাইতি

আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা বলেন, যুদ্ধবিরতির সময় সৌদি আরব এমন কোনো কাজ করতে পারেনি যার কারণে জনগণ তাদের ওপর সন্তুষ্ট হতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি ইয়েমেনের দাবি-দাওয়া ও চাহিদা পূরণ করে না হয় তাহলে সানা কোনো জবাব না দিয়ে চুপচাপ বসে থাকবে না।#


342/