‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩০ ডিসেম্বর ২০২২

২:৫৩:২৫ PM
1334445

'জেনারেল সোলাইমানি এখনও সাম্রাজ্যবাদের আতঙ্ক'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানি হলেন সাহসিকতা, আধ্যাত্মিক ও ধর্মপরায়ণতার প্রতীক। জীবনের সব ক্ষেত্রে তিনি তার প্রমাণ দিয়ে গেছেন।

তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আজ এসব কথা বলেন।

কাজেম সিদ্দিকি আরও বলেন, কাসেম সোলাইমানি সাম্রাজ্যবাদের জন্য আতঙ্ক সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন ন্যায় ও প্রতিরোধের ফ্রন্টের বড় সহযোগী। তবে তার শাহাদাতের পর কাসেম সোলাইমানির নাম ও স্মৃতি শত্রুদের জন্য আরও বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সময় তিনি জেনারেল সোলাইমানি জানাজা ও দাফন অনুষ্ঠানে অগণিত মানুষের উপস্থিতির কথা স্মরণ করেন।

এছাড়া আজকের খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ২০০৯ সালের ৩০ ডিসেম্বরের কথা স্মরণ করে বলেন, সেদিন ইরানিরা শত্রুদের বিরুদ্ধে যে ঐক্য ও দৃঢ়তা প্রদর্শন করেছিলেন তাতে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং দেশে আবারও শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরে আসে।

২০০৯ সালেও শত্রুদের উসকানিতে দেশজুড়ে সহিংসতা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তারা সে সময় প্রেসিডেন্ট নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করেছিল। এরপর ঐ বছরের ৩০ ডিসেম্বর জনতা রাস্তায় নেমে শত্রুদের বিরুদ্ধে নিজেদের ঐক্য ও সংহতি প্রদর্শন করে। এতে দেশে আবারও শান্তি ফিরে আসে।#  

342/