‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩১ ডিসেম্বর ২০২২

৪:৩৩:৫৬ PM
1334748

হজরত ফাতিমা (সা. আ.)'র শাহাদাৎ বার্ষিকীর ষষ্ঠ রাতের শোকানুষ্ঠানেও অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতা

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে ষষ্ঠ দিনের মতো অংশ নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে টানা ছয় দিন শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। 

গতরাতের (২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার) অনুষ্ঠানেও বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষ অংশগ্রহণের সুযোগ পান। সেখানে তাওয়াসসুল দোয়া পড়েন মেহদি সামাওয়াতি।  পাশাপাশি শোকগাথা পড়া হয়। শোকগাথা পড়ে শোনান সাঈদ হাদ্দাদিয়ান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি গতরাতের শোকানুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

করোনার তীব্রতা কমে আসলেও স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও জরুরি। এ কারণে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে এ বছরের শোকানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা সম্ভব হয়নি। এবারের শোকানুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বাইরেও কিছু লোক অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।#

342/