‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২ জানুয়ারী ২০২৩

৪:৫৮:২৫ PM
1335398

মুসলিম যুব সমাজ সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মুসলিম বিশ্বের যুব সমাজ লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তিনি গতকাল (রোববার) এক বাণীতে এ মন্তব্য করেন।

ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের সন্ত্রাস-বিরোধী সেনা কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকীর দু’দিন আগে জেনারেল বাকেরির এ বাণী প্রকাশিত হয়।

তিনি বলেন, জেনারেল সোলাইমানির ঘাতকরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিশোধমূলক হামলার আতঙ্কে দিন কাটাবে। তাদেরকে দুর্বিষহ জীবন কাটিয়ে যেতে হবে কারণ, সব সময় তারা এই আতঙ্কে থাকবে যে, কখন না জানি সোলাইমানির সমর্থকরা প্রতিশোধ নিতে আসে।

ইরানের সেনাপ্রধান বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের এজেন্ডা মুসলিম যুব সমাজ এবং সোলাইমানি ভক্তরা কখনও পরিত্যাগ করবে না। জেনারেল বাকেরি বলেন, ঘাতকরা সোলাইমানিকে হত্যা করার সময় ভুলভাবে একথা ভেবেছিল যে, তারা মুসলিম বিশ্বে তাদের দাম্ভিক ও আগ্রাসী পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথের প্রধান অন্তরায়কে সরিয়ে ফেলছে।

তিনি বলেন, কিন্তু বাস্তবে জেনারেল সোলাইমানির শাহাদাতের ফলে বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর সামনে থেকে সব বাধা অপসারিত হয়ে গেছে এবং তাদের রুখে দেয়ার শক্তি কারো নেই। জেনারেল বাকেরি বলেন, সোলাইমানির হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার পর তারা ইতিহাসে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলামানিকে শহীদ করে।ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের তালিকা ইরানের হাতে রয়েছে।#

342/